
আফগানিস্তানের ফারিয়াব ও সারেপুল প্রদেশ সংযোগকারী সড়কের প্রথম ৩০ কিলোমিটার অংশের নির্মাণ কাজ শুরু হয়েছে। সামগ্রিক প্রকল্পে ১২৫০ কোটি আফগানি ব্যয় নির্ধারণ করা হয়েছে। এটি আগামী আড়াই বছরে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে গত ২৭ নভেম্বর এই তথ্য জানানো হয়েছে। উক্ত নির্মাণ প্রকল্পে স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
প্রকল্পটি সমাপ্ত হলে ফারিয়াব ও সারেপুল প্রদেশের বাসিন্দাদের যাতায়াত সমস্যা সমাধান হবে। এছাড়া সড়কটি উভয় প্রদেশে ব্যবসায়িক ও কৃষিপণ্য পরিবহন আরও সহজতর করবে ইনশাআল্লাহ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/eazep7d3


