
দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার বে রাজ্যে ইথিওপিয়ান সামরিক ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। এতে ৩ সেনা নিহত সহ ৪র্থ এক সেনা সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ২৫ নভেম্বর মঙ্গলবার সকালে, দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার বে রাজ্যের কানসাহধের জেলায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। অত্যন্ত শক্তিশালী উক্ত বোমা বিস্ফোরণটি জেলায় অবস্থিত ইথিওপীয় সেনাদের একটি ঘাঁটি লক্ষ্য করে ঘটানো হয়েছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হারাকাতুশ শাবাবের উক্ত বিস্ফোরণে ইথিওপীয় সেনাদের মধ্যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। যাদের মধ্যে তিন ইথিওপীয় সৈন্য নিহত এবং চতুর্থ এক সৈন্য আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই অভিযানটি এমন এক সময়ে চালানো হয়েছে, যখন সোমালিয়ায় আগ্রাসী বিদেশী বাহিনী এবং তাদের দ্বারা সমর্থিত মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে তীব্র সামরিক অপারেশন পরিচালনা করছেন মুজাহিদিনরা।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/mrybnfy7


