
২৭ নভেম্বর, বৃহস্পতিবার ইরানের রাজাভি খোরাসান প্রদেশের গভর্নরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এবং আফগান কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বহুগুণ বাড়ানোর লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকে আফগানিস্তানের রপ্তানি বাড়ানো, যৌথ সীমান্ত বাজার স্থাপন, ইরানি বন্দর দিয়ে আফগান ট্রানজিট পণ্যের সুবিধা বৃদ্ধি এবং পেশাদার শ্রমিকদের দক্ষতা উন্নয়নের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
এ বৈঠকে দুই পক্ষ ইসলাম কালা–দোঘারুন সীমান্তে ২৪ ঘণ্টা কাস্টমস কার্যক্রম চালুর ব্যাপারে একমত হয়েছে। আফগানিস্তানের পক্ষ থেকে হেরাতের গভর্নর নূর আহমদ ইসলামজার জানান, আমরা সীমান্তে প্রতিদিন দুই হাজার যানবাহন পরিচালনার সব সুবিধা নিশ্চিত করব।
রাজাভি খোরাসানের গভর্নর গোলাম হাসান মোযাফ্ফারি জানান, দোঘারুন ফ্রি জোন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করবে। তিনি আফগানিস্তানের পাশেও একটি ফ্রি জোন স্থাপনের প্রস্তাব দিয়েছেন।
পাকিস্তানের রুট বন্ধ থাকায় সাম্প্রতিক সময়ে ইরান হয়ে আফগানিস্তানের বাণিজ্য বাড়ছে বলে জানিয়েছে হেরাতের চেম্বার অব কমার্স। হেরাত চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান মোহাম্মদ ইউনুস কাজিজাদা বলেন, “ইরানের পথ সংক্ষিপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী। পাকিস্তানের পথ বন্ধ থাকায় ইরান এখন আমাদের রপ্তানি-আমদানির লাইফলাইন। এই পথ দিয়ে আমরা ইউরোপ ও উষ্ণ জলসীমায় সহজে পৌঁছাতে পারব।”
ইরান-আফগানিস্তান যৌথ চেম্বারের প্রধান মোহাম্মদ সাদাত জানান, চুক্তি অনুযায়ী আফগানিস্তানে সুগার বিট, তুলা, মাংস, তৈলবীজ ও পশুখাদ্য উৎপাদনের জন্য ইরান যৌথ বিনিয়োগ, যন্ত্রপাতি ও প্রযুক্তি সহাহতা দেবে। এসব পণ্য পরে ইরানে রপ্তানি করা হবে।
আফগানিস্তান ও ইরানের মধ্যে পরিবহন, শিল্প, বাণিজ্য, কৃষি, খনিজ, কাস্টমস, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন খাতে বহু বছর ধরে সহযোগিতা চুক্তি রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। নতুন চুক্তির ফলে এটি আগামীতে আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Iran and Afghanistan to Boost Trade and Launch Joint Border Market
– https://tinyurl.com/29d59rus


