হেরাতের ওষুধ কারখানায় উৎপাদিত হচ্ছে এক হাজার প্রকারেরও বেশি ওষুধ

0
55

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাত প্রদেশে বর্তমানে দশটিরও বেশি ওষুধ কারখানা সক্রিয়ভাবে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব কারখানায় এক হাজারের বেশি ধরণের ওষুধ উৎপাদিত হচ্ছে, যা দেশের চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

হেরাত প্রাদেশিক প্রশাসন জানায়, স্থানীয় উৎপাদনকে উৎসাহ দিতে সর্বাত্মক সহায়তা প্রদান করছে ইমারাতে ইসলামিয়া। হেরাত ইন্ডাস্ট্রিয়াল টাউনে উৎপাদিত ওষুধগুলো আমদানি-নির্ভরতা কমিয়ে রোগীদের চাহিদার একটি বড় অংশ পূরণ করছে।

প্রাদেশিক প্রশাসনের মতে, স্থানীয়ভাবে উৎপাদিত এসব ওষুধ বাজারে সহজলভ্য হওয়ায় সাশ্রয়ী মূল্যে দেশের মানুষের চিকিৎসা সেবা আরও সহজ হচ্ছে।

ইমারাতে ইসলামিয়া সরকারের শাসনামলে দেশে ২০০টিরও বেশি ওষুধ উৎপাদনকারী কারখানা নির্মিত হয়েছে, সৃষ্টি হয়েছে অসংখ্য নতুন কর্মসংস্থান যা দেশটিতে শিল্পের সুষম বিকাশে ইতিবাচক পরিবর্তন বয়ে আনছে বলে বিবেচনা করছেন সংশ্লিষ্টগণ।


তথ্যসূত্র:
1.Herat Pharma Factories Produce Over 1,000 Types of Medicines
– https://tinyurl.com/bdu9td4d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ মন্ত্রণালয়ের বিগত সপ্তাহব্যাপী কার্যক্রম
পরবর্তী নিবন্ধকাবুলের অর্থনৈতিক করিডর হিসেবে পরিচিত খাইরখানা কোটাল সড়কের কাজ সমাপ্ত