চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ

0
49

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকালে এই সীমান্ত হত্যার ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকার গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে।

স্থানীয় একটি সূত্র জানায়, শনিবার বিকাল ৪টার দিকে শহিদুল ইসলামসহ ওই এলাকার আরো কয়েকজন বাংলাদেশি জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। ভারতের মাটেরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে অন্যরা পালিয়ে বাংলাদেশে চলে আসে। হত্যার পর বিএসএফ সদস্যরা শহিদুলের লাশ টেনে হিচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে।

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানায়, শনিবার বিকেলে গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারত সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে। বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ফলে শহিদুল ইসলাম নামের এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। হত্যার পর বিএসএফ সদস্যরা শহিদুলের লাশ ভারতে নিয়ে যায়।


তথ্যসূত্র:
১। বাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
– https://tinyurl.com/mvvbuxhe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত শতাধিক
পরবর্তী নিবন্ধপাবলিক নিলামে প্রায় ৮,৭৮৫ কেজি মূল্যবান পাথর বিক্রি করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান