লাঘমানে ফিরে আসা শরণার্থী পরিবারের জন্য ১০৫০ একর জমি বণ্টন শুরু

0
56

পাকিস্তান থেকে সম্প্রতি দেশে ফিরে আসা পরিবারগুলোর জন্য লাঘমান প্রদেশে জমি বণ্টন কার্যক্রম উদ্বোধন করেছেন ইমারাতে ইসলামিয়া সরকারের আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী নজিবুল্লাহ হায়াত হক্কানি হাফিযাহুল্লাহ। ২৯ নভেম্বর, শনিবার শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য হলো এসব পরিবারের আবাসন নির্মাণকে সহজতর করা।

লাঘমান প্রাদেশিক কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, প্রদেশের কেন্দ্রস্থলে অবস্থিত কাফর গালি এলাকায় মোট ১,০৫০ একর জমি এই ফিরে আসা পরিবারগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে। জমি বণ্টন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী নজিবুল্লাহ হায়াত হক্কানি হাফিযাহুল্লাহ বলেন, পাকিস্তান থেকে ফিরে আসা এসব পরিবারের জন্য দ্রুত আবাসন নিশ্চিত করা ইমারাতে ইসলামিয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। এই জমিতে তারা নিজেদের বাড়িঘর নির্মাণ করতে পারবেন।

বিবৃতিতে আরও জানানো হয়, জমি বণ্টন কার্যক্রমের মাধ্যমে ফিরে আসা পরিবারগুলোকে ধাপে ধাপে সহায়তা প্রদান করা হবে, যাতে তারা নিজেদের জন্য স্থায়ী আবাস গড়ে তুলতে পারেন। কাফর গালি এলাকার এই বিস্তীর্ণ জমি বণ্টন কার্যক্রম স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে পাকিস্তান থেকে লাখ লাখ আফগান শরণার্থী দেশে ফিরে এসেছেন। জমি বিতরণের এই পদক্ষেপ বহু পরিবারকে নতুন জীবন শুরু করার সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.Islamic Emirate of Afghanistan, launched the land distribution process today (Saturday) in Laghman province for families recently returned from Pakistan
– https://tinyurl.com/4hthbeb4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাবলিক নিলামে প্রায় ৮,৭৮৫ কেজি মূল্যবান পাথর বিক্রি করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান
পরবর্তী নিবন্ধভারতে মুসলিম বৃদ্ধকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করলো উগ্র হিন্দুত্ববাদীরা