
ভারতের অযোধ্যায় বৃদ্ধ এক মুসলিম গাড়ী চালককে হেনস্তা ও জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করেছে একদল উগ্র হিন্দুত্ববাদী। সোমবার (২৪ নভেম্বর) তাজমহল এলাকায় এই ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ওই মুসলিম ট্যাক্সি ড্রাইভারের নাম মোহাম্মদ রইস। তার বয়স ৬৪ বছর।
এই ঘটনার একটি বিব্রতকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় একদল উগ্র হিন্দুত্ববাদী ট্যাক্সি ড্রাইভার রইসকে ঘিরে ধরেছে এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকার করলে এক স্থানীয় হিন্দু তাকে হুমকি প্রদান করে। এসময় তারা বলে ‘দুই-তিন দিন ধরে জয় শ্রীরাম বলবি।’
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই দেশে-বিদেশে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। সংখ্যালঘু মুসলিমদের লক্ষ্য করে উগ্র হিন্দুদের এমন আচরণের সমালোচনা করেছেন অনেকই।
অনেকই বলছেন, খেটে খাওয়া মুসলিমদের কর্মক্ষেত্রসহ বিভিন্ন স্থানে হয়রানি ও হেনস্তা করছে উগ্র হিন্দুত্ববাদীরা। বিশেষত ট্যাক্সি ড্রাইভার, শ্রমিক, হকারদের লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগানসহ হিন্দুত্ববাদী বিভিন্ন স্লোগান দিতে বাধ্য করে হিন্দুরা।
তথ্যসূত্র:
1.Elderly Muslim cab driver forced to chant ‘Jai Shri Ram’ near Taj Mahal
– https://tinyurl.com/mr3jcvcn
2.Video: https://tinyurl.com/mpcrbvjb


