আট মাসে ৯ মিলিয়ন ডলারের পাইন বাদাম রপ্তানি করেছে ইমারাতে ইসলামিয়া

0
66

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে পাইন বাদাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি পণ্য। প্রতিবছর আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য পরিমান পাইন বাদাম রপ্তানি হয়ে থাকে। চলতি বছরের প্রথম আট মাসে দেশটি থেকে ৬৪৫ টন পাইন বাদাম রপ্তানি হয়েছে, যার মূল্য প্রায় ৯ মিলিয়ন ডলার।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দজাদা আবদুস সালাম জাওয়াদ হাফিযাহুল্লাহ জানান, চলতি বছরের প্রথম আট মাসে আফগানিস্তানের কালো পাইন বাদাম চীন, ভারত, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, কুয়েতসহ একাধিক দেশে রপ্তানি করা হয়েছে। গুণগত মানের কারণে আন্তর্জাতিক বাজারে আফগান পাইন বাদামের চাহিদা অনেক বেশি। বিশেষ করে চীনের বাজারে এর চাহিদা অত্যন্ত বেশি।

ব্যবসায়ীদের মতে, আরো বেশি এয়ার করিডোর চালু এবং পরিবহন খরচ কমানো গেলে পাইন বাদাম রপ্তানির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে।

প্রাক্তন চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রধান আজরাকশ হাফিজি বলেন, “পাইন বাদাম আমাদের অন্যতম রপ্তানি পণ্য এবং আন্তর্জাতিক বাজারে এর মূল্য অনেক বেশি। এ বছর দাম তুলনামূলকভাবে কম থাকলেও এয়ার করিডোরের মাধ্যমে রপ্তানি করা লাভজনক।”

আফগানিস্তানে পাইন বাদামের প্রধান উৎপাদন এলাকা হিসেবে পাকতিকা, পাকতিয়া, খোস্ত, নাঙ্গারহার, নুরিস্তান, কুন্দুজসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকাগুলো বিশেষ পরিচিত।

উচ্চমানের আফগান পাইন বাদাম বিশ্ববাজারে ক্রমাগত চাহিদা ধরে রেখেছে। পরিবহন সুবিধা বৃদ্ধি ও বাজারজাতকরণে নতুন উদ্যোগ নিলে ইমারাতে ইসলামিয়ার এই গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য থেকে আরো বেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।


তথ্যসূত্র:
1. Afghanistan Exports $9M in Pine Nuts Over Eight Months
– https://tinyurl.com/3ryrdxnh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মুসলিম বৃদ্ধকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করলো উগ্র হিন্দুত্ববাদীরা
পরবর্তী নিবন্ধহেরাত-খাওয়াফ রেলপথের চূড়ান্ত পর্যায়ের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে