পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেটেলারদের হামলায় গর্ভবতী নারীসহ আহত ০৬ জন

0
42

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সন্ত্রাসীদের হামলায় গর্ভবতী নারীসহ আহত হয়েছে মোট ০৬ জন। শনিবার (২৯ নভেম্বর) উত্তর হেবরনের হালহুল এলাকায় এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা এজেন্সির বরাতে জানা যায়, ইসরায়েলি দখলদার সৈন্যদের নিরাপত্তায় এক সন্ত্রাসী ইসরায়েলি সেটেলার (অবৈধ বসতিস্থাপনকারী) পশ্চিম তীরের কারজা পরিবারে আক্রমণ করে। অতর্কিত এই হামলায় একজন গর্ভবতী নারী সহ মোট ০৬ জন আহত হয়েছেন।

একই কায়দায় পশ্চিম হেবরনে ফিলিস্তিনি পরিবারের উপর হামলা করে এবং ০৪ জন সাধারণ ফিলিস্তিনিকে গ্রেফতার করে।

পশ্চিম তীর জুড়ে দখলদার ইসরায়েলি সন্ত্রাসীরা নিয়মিতই সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের উপর হামলা করছে। শারীরিক মারধর থেকে সম্পদ নষ্ট করে দেওয়া, নিজ জমিতে প্রবেশ করতে বাঁধা দেওয়ার মতো জঘন্য কাজ কর চলছে তারা।


তথ্যসূত্র:
1.Six injured, including pregnant woman, in attack by Israeli colonists near Halhul
– https://tinyurl.com/2zvfjhyf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহেরাত-খাওয়াফ রেলপথের চূড়ান্ত পর্যায়ের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে
পরবর্তী নিবন্ধসচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে