
আফগানিস্তানের বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম প্রধান উৎস হল শুকনো ফল রপ্তানি। আফগানিস্তানের শুকনো ফলের গুণাগুণ বিশ্বের মধ্যে অতুলনীয়। বিশ্ব বাজারে শুকনো ফল রপ্তানিতে বিশেষ অগ্রগতি অর্জন করেছে আফগানিস্তানের হেরাত প্রদেশ। এ বছর হেরাত থেকে বিশ্ব বাজারে শুকনো ফলের রপ্তানি তিনগুণ বেড়েছে।
হেরাতের গভর্নরের মুখপাত্র ইউসুফ সাঈদী হাফিযাহুল্লাহ বলেন, চলতি বছরের প্রথম সাত মাসে হেরাত প্রদেশ থেকে বিশ্ববাজারে শুকনো ফলের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে তিনগুণে পৌঁছেছে। এই সময়ের মধ্যে হেরাত প্রদেশ থেকে অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, নেদারল্যান্ডস, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, কাতার, তুরস্ক, ভারত এবং সৌদি আরব সহ ২০টিরও বেশি দেশে ১ কোটি ৯৯ লক্ষ ৭০ হাজার কেজিরও বেশি শুকনো ফল রপ্তানি করা হয়েছে।
রপ্তানিকৃত এই ফলের মোট মূল্য প্রায় ৫৭ মিলিয়ন ৭০৩ হাজার ডলার। রপ্তানিকৃত পণ্যের মধ্যে ছিল পেস্তা শুকনো ডুমুর, শুকনো খুবানি, বিভিন্ন ধরণের কিশমিশ, বরই, আখরোট, মেমপ্লি এবং বিভিন্ন ধরনের বাদাম।
ইমারাতে ইসলামিয়া দেশের রেলপথ সম্প্রসারণ, সড়কপথের পুনর্নির্মাণ এবং আন্তর্জাতিক বিমান যোগাযোগ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়েছে। এটি রপ্তানি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দেশের পরিবহন সক্ষমতাকে আরো শক্তিশালী করেছে।
তথ্যসূত্র:
1. صادرات میوه خشک از هرات به بازارهای جهانی در هفت ماه نخست سال روان سهبرابر افزایش یافته است.
– https://tinyurl.com/3jm273a9


