বিনিয়োগ ও রপ্তানি জোরদারে আফগানিস্তানে সফরে ইরানের ৬৫ সদস্যের প্রতিনিধি দল

0
48

কৃষি সহযোগিতা সম্প্রসারণ, আমদানি-রপ্তানি বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধানের লক্ষ্যে ইরান থেকে ৬৫ সদস্যের একটি বৃহৎ প্রতিনিধি দল হেরাতে পৌঁছেছে। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হেরাতে এই প্রতিনিধিদলের আগমন এবং পরবর্তী বৈঠকগুলোর বিষয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আগত এই প্রতিনিধি দলটি হেরাতের বিভিন্ন কৃষি ও গবেষণা প্রতিষ্ঠান এবং সেখানকার কৃষকদের সাথে পৃথক পৃথক বৈঠকে অংশ নেয়। বৈঠকগুলোর মূল লক্ষ্য ছিল—দুই দেশের মধ্যে কৃষি পণ্য আমদানি-রপ্তানি সহজ করা, আধুনিক কৃষি প্রযুক্তির বিনিময় এবং উভয় পক্ষের জন্য লাভজনক বিনিয়োগের ক্ষেত্রগুলো শনাক্ত করা।

মন্ত্রণালয় আরও জানায়, আলোচনার ধারাবাহিকতায় ইরানি প্রতিনিধি দল কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সম্মত হয়েছে। এসব চুক্তির মাধ্যমে কৃষি খাতের উন্নয়ন, পণ্য প্রক্রিয়াজাতকরণে সহায়তা এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. یک هیئت ۶۵نفری از ایران به هدف گسترش همکاری‌های زراعتی، افزایش صادرات و واردات و بررسی فرصت‌های سرمایه‌گذاری وارد هرات شد و پس
– https://tinyurl.com/mtfywey4
2. یک هیأت ۶۵ نفری از ایران به هدف گسترش همکاری‌های زراعتی وارد هرات شد
– https://tinyurl.com/545rp8fk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের কান্দাহার প্রদেশে আরও ৪৭০ জন পুলিশ কর্মীর প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধকাবুলের বারাকি ক্রসিং-এ ভূগর্ভস্থ রাস্তায় গার্ডার স্থাপনের কাজ শুরু