ঔষধ খাতে আফগানিস্তান–ইরান নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষর

0
47

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের বালখ প্রদেশের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানিয়েছে যে আফগানিস্তান ও ইরানের মধ্যে ঔষধ শিল্প খাতে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, ইরান আফগানিস্তানের ঔষধের চাহিদা পূরণে যৌথ উৎপাদন, প্রযুক্তিগত দক্ষতা বিনিময়, রোগ শনাক্তকরণ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহে সহযোগিতা করবে।

বালখ চেম্বার অফ কমার্স এর উপপ্রধান হারুন রশীদ কাজী বলেন:
“এই চুক্তির মাধ্যমে ঔষধ খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো। এর আগে আমাদের চুক্তি ছিল শুধুমাত্র উজবেকিস্তানের সঙ্গে; এখন ইরানের সঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতে তুরস্কের সঙ্গেও কাজ করার পরিকল্পনা রয়েছে। এতে আফগানিস্তানের সব ধরনের ঔষধের চাহিদা পূরণ হবে।”

ইরানের প্রতিনিধি সাইয়্যেদ মোহাম্মদ খানসারি বলেন: “আমরা আফগানিস্তানে ঔষধ রপ্তানি, প্রযুক্তিগত তথ্য বিনিময়, যৌথ উৎপাদন শুরু করা এবং সব ধরনের ওষুধের চাহিদা পূরণে প্রস্তুত। আমরা আশা করি এই সহযোগিতা আমাদের প্রিয় মুসলিম ভাইদের কষ্ট লাঘবে সহায়ক হবে।”

বালখ মেডিসিন ও পাইকারি বিক্রেতা সমিতির মতে, এই চুক্তি পাকিস্তানের ওপর ওষুধ নির্ভরতা শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমিতির প্রধান মোহাম্মদ সাদিক মোহাম্মাদি বলেন, “তারা আমাদের সঙ্গে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য স্থগিত থাকা সত্ত্বেও আমাদের বাজারে ঔষধের ঘাটতি নেই—গুদামগুলোতেও পর্যাপ্ত ঔষধ মজুত রয়েছে।”


তথ্যসূত্র:
1. Afghanistan and Iran Sign Agreement to Boost Pharmaceutical Cooperation
– https://tinyurl.com/4d94h3fv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাতারের হস্তক্ষেপে আফগানিস্তানে সামরিক অভিযানের পরিকল্পনা বাতিল করেছিল পাকিস্তান: পাক পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত