
বাংলাদেশে এইচআইভি (এইডস) আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আক্রান্তদের মধ্যে প্রায় ৪০ শতাংশই সমকামী। অন্যদিকে প্রায় সমান সংখ্যক মানুষ বিদেশ থেকে এ রোগ নিয়ে আসে। সোমবার (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি রাজধানীতে এক যুবক এলার্জি পরীক্ষার সময় এইডস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। সে জানায়, সমকামিতায় জড়িত হওয়ায় তার এই পরিণতি হয়েছে। যুবক আরও বলেছে, ‘একটি ভুলের জন্য সারাজীবন পস্তাতে হয়। আমি চাই, কেউ আমার মতো ভুল পথে না হাঁটে।’
ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে বর্তমানে এইডস রোগীদের চিকিৎসা করা হচ্ছে। চলতি বছর এখানে প্রায় ৩০০ রোগী চিকিৎসা নিয়েছে এবং বর্তমানে ভর্তি আছে ১২ জন। সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাসার বলেন, ‘রোগীরা খুব খারাপ অবস্থায় হাসপাতালে আসে। অন্যান্য রোগও থাকে, তবে সেগুলোর জন্য পর্যাপ্ত ল্যাব সাপোর্ট নেই।’
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশে এইডসে আক্রান্ত হয়েছে ১৪৩৮ জন এবং মারা গেছেন ১৯৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১২৭৬ জন, মৃত্যু হয়েছে ২৬৬ জনের।
তথ্যসূত্র:
১। এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী: গবেষণা
– https://tinyurl.com/2s4up76c


