আফগানিস্তানে হেরাত-বাদগিস রিং রোডে পিচঢালাই সম্পন্ন ও যানচলাচলের জন্য উম্মুক্ত

0
70

আফগানিস্তানের হেরাত-বাদগিস প্রদেশের মধ্যকার রিং রোডে পিচঢালাই কাজ সম্পন্ন হয়েছে। সড়কটি এখন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

হেরাত গভর্নর দপ্তর জানায়, বান্দ সাবজাক নামক অঞ্চলে অবস্থিত আরমুলাক-লামান রিং রোডের অবশিষ্ট ৩.৫ কিলোমিটার অংশে পিচঢালাই কাজ গত ৩০ নভেম্বর সম্পন্ন হয়।

ইমারাতে ইসলামিয়ার হেরাত গভর্নর দপ্তরের অফিসিয়াল এক্স পোস্টে ১ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে। প্রকল্পটি সম্পন্ন হওয়ার ফলে স্থানীয় পরিবহন কাজে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/45myj7y2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউন্নত যানবাহন ব্যবস্থাপনার লক্ষ্যে গাড়িতে জিপিএস ডিভাইস স্থাপনে ইমারাতে ইসলামিয়ার চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধমালিতে জান্তার বিরুদ্ধে অর্ধমাসে জেএনআইএম এর ১৫ অভিযান: অসংখ্য শত্রু সৈন্য হতাহত