মালিতে জান্তার বিরুদ্ধে অর্ধমাসে জেএনআইএম এর ১৫ অভিযান: অসংখ্য শত্রু সৈন্য হতাহত

0
171

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম), সম্প্রতি দলটির মুজাহিদিনরা মালিতে ১৫টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। এসময় সামরিক ঘাঁটি বিজয় ছাড়াও জেএনআইএম এর অভিযানে অসংখ্য শত্রু সৈন্য হতাহত হয়েছে।

আয-যাল্লাকা মিডিয়ার কর্তৃক প্রকাশিত ফুটো কার্ড রিপোর্ট থেকে জানা যায়, ‘জেএনআইএম’ মুজাহিদিনরা গত ১৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মালিতে শত্রু বাহিনীর বিরুদ্ধে অন্তত ১৫টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। এরমধ্যে ৩টি অভিযান চালানো হয়েছে রাশিয়ার ভাড়াটে বাহিনী আফ্রিকান কর্পস ও জান্তার যৌথ সামরিক বাহিনীর বিরুদ্ধে। মুজাহিদিনরা এই অভিযানগুলোর মধ্যে ১০টিই মালির সিকাসো রাজ্যে পরিচালনা করেছেন, এছাড়াও কিদাল রাজ্যে ৩টি এবং সেগু ও কুলিকোরো রাজ্যে ১টি করে মোট ২টি অভিযান চালানো হয়েছে।

জেএনআইএম এসকল অভিযানের ৩টিতে অন্তত ১২ শত্রু সৈন্য নিহত এবং একটি ঘাঁটি বিজয় করার তথ্য নিশ্চিত করেছেন। দলটি আরও যোগ করেছে যে, এই অভিযানগুলো শেষে মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে ১৫টি মোটরসাইকেল, ৯টি ক্লাশিনকোভ, ৪টি পিকা এবং ৬টি মেশিনগান সহ অন্যান্য অসংখ্য সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেন। এছাড়াও মুজাহিদিনরা শত্রু বাহিনীর ২টি সামরিক যান ধ্বংস করেন।

শত্রু বাহিনীর বিরুদ্ধে জেএনআইএম মুজাহিদদের পরিচালিত অন্য ১২টি অভিযানেও অনির্দিষ্ট সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয়। সেই সাথে মুজাহিদিনরা অসংখ্য সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/jrf4bhnh
– https://tinyurl.com/mrxm2cym
– https://tinyurl.com/3jvrt8hc
– https://tinyurl.com/53km5457
– https://tinyurl.com/y2r68z4s
– https://tinyurl.com/2pefr3uf
– https://tinyurl.com/46rez5na
– https://tinyurl.com/bdebaesf
– https://tinyurl.com/3sfhhdds
– https://tinyurl.com/msy2je9d
– https://tinyurl.com/3drtdbv8
– https://tinyurl.com/2538vnzy
– https://tinyurl.com/2s4pjsmv
– https://tinyurl.com/5cfpms7n
– https://tinyurl.com/mpvkj82f
– https://tinyurl.com/5n82cvvy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে হেরাত-বাদগিস রিং রোডে পিচঢালাই সম্পন্ন ও যানচলাচলের জন্য উম্মুক্ত
পরবর্তী নিবন্ধমাঝরাতে কক্সবাজারে ভূমিকম্প অনুভূত