
১ ডিসেম্বর, সোমবার ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ হাফিজাহুল্লাহ-এর সভাপতিত্বে মন্ত্রিসভার দশম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় নিম্নমানের জ্বালানি আমদানি প্রতিরোধে সংশ্লিষ্ট কমিটির প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয় এবং এ ধরনের জ্বালানি আমদানি বন্ধে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া দেশে আসা শরণার্থীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা এবং তাদের নির্ধারিত এলাকায় সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পর বৈঠকটি দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
তথ্যসূত্র:
1. Tenth Cabinet Meeting: Discussions Held on Preventing Import of Low-Quality Fuel and Incoming Refugees.
– https://tinyurl.com/5ej56fdh
2. Tenth Cabinet Meeting: Discussions Held on Preventing Import of Low-Quality Fuel and Incoming Refugees
– https://tinyurl.com/2mt9e49d


