আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য স্থবিরতায় বিপর্যস্ত পাকিস্তানের অর্থনীতি

0
129

আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক রুট বন্ধ থাকায় পাকিস্তানের অর্থনীতি চরম সংকটে পড়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। রুট বন্ধ থাকায় আফগানিস্তান, মধ্য এশিয়া ও রাশিয়ার সঙ্গে পাকিস্তানের রপ্তানি ও ট্রানজিট কার্যক্রম থমকে গেছে।

আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধের ফলে পাকিস্তানের সিমেন্ট ও কয়লা বাণিজ্য পুরোপুরি স্থগিত হয়েছে। এতে পাকিস্তানে কয়লার দাম বেড়ে টনপ্রতি ৪৫ হাজার রুপিতে পৌঁছেছে এবং দেশটিকে দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া ও মোজাম্বিক থেকে কয়লা আমদানি করতে হচ্ছে।

চেরাত, ফৌজি, ম্যাপল লিফসহ বড় সিমেন্ট কারখানাগুলো আফগান বাজারে রপ্তানি বন্ধ হওয়ায় কোটি কোটি রুপি রাজস্ব হারাচ্ছে। একইভাবে পাকিস্তানের ১৮৭ মিলিয়ন ডলারের ওষুধ রপ্তানিও বন্ধ হয়ে গেছে।

এছাড়া, আফগানিস্তান থেকে ডালিম আমদানি বন্ধ হওয়ায় পাকিস্তান এখন ইরান থেকে ডালিম আমদানি করছে, ফলে ১০ কেজির একটি কার্টনের দাম বেড়ে ৪,৫০০ রুপিতে দাঁড়িয়েছে।

এদিকে, বাণিজ্য বন্ধের কারণে চামান সীমান্তে ৭০০–৭৫০টি, তোরখামে ৩৫০–৪০০টি এবং করাচি বন্দরসহ অন্যান্য স্থানে ৯০০০–এর বেশি কনটেইনার আটকে আছে।

এ অবস্থায় পাকিস্তান শুধু বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎসই হারায়নি, বরং গম ও আটার মত পণ্য রপ্তানির বড় একটি বাজার হারিয়েছে। ব্যবসায়ী মহলের মতে, বাণিজ্যপথ দ্রুত খুলে না দিলে পাকিস্তানের রপ্তানি খাত ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর আরও গভীর প্রভাব পড়বে।


তথ্যসূত্র:
1. Pakistan’s Trade Route Closure with Afghanistan Hits Fragile Economy
– https://tinyurl.com/yweweuek

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিম্নমানের জ্বালানি আমদানি বন্ধের সিদ্ধান্ত ইসলামি ইমারাতের মন্ত্রিসভায়
পরবর্তী নিবন্ধযে ঈমানী চেতনা নিয়ে আফগানিস্তান স্বাধীন হয়েছে, একই মনোভাব নিয়ে দেশ পুনর্গঠন করবো: আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ