আফগানিস্তানের খোস্ত প্রদেশে এক পরিবারের ১৩ জন সদস্য হত্যাকারীর উপর কিসাস কার্যকর

0
247

২ ডিসেম্বর আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি স্টেডিয়ামে এক হত্যাকারীর মৃত্যুদণ্ড (কিসাস) কার্যকর করেছে ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ আদালত। ১০ মাস পূর্বে এই ব্যক্তি প্রদেশের আলিশিরো-তেরেজিও জেলায় নারী-শিশুসহ এক পরিবারের ১৩ জন সদস্যকে হত্যা করেছিল।

হত্যাকারীর নাম মঙ্গল (পিতা: তালা খান)। সে মূলত পাকতিয়া প্রদেশের সাইদ কারাম জেলার বাসিন্দা। তবে সে বর্তমানে খোস্ত প্রদেশের আলিশিরো-তেরেজিও জেলায় বসবাস করছিল।

কিসাস কার্যকরের পূর্বে মামলাটি আদালতের বিভিন্ন ধাপে পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করা হয়। অতঃপর আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ’র চূড়ান্ত অনুমোদনের পর কিসাস কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের নিকট হত্যাকারীকে ক্ষমার জন্য অনুরোধ জানাল হলে তাঁরা অপরাধীকে ক্ষমা করতে অস্বীকার করে।

খোস্ত প্রদেশের আপিল আদালতের প্রধান এই প্রসঙ্গে বলেন, অমানবিক হত্যাকাণ্ড এক ধরনের ঘাতক ব্যাধি। এই ব্যাধি নির্মূলের একমাত্র সমাধান হল মহান আল্লাহর আইন বাস্তবায়ন।

উল্লেখ্য যে, এর আগেও বেশ কয়েকটি কিসাস কার্যকর করেছে ইমারাতে ইসলামিয়া সরকার। ইসলামি শরিয়াহ বাস্তবায়ন ও একটি দায়িত্বসম্পন্ন শাসনব্যবস্থা হিসেবে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আফগান মুসলমানগণ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mrxnapes

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা ফাসো || জান্তার বিরুদ্ধে জেএনআইএম মুজাহিদদের ২৩টি সফল অভিযান: ১০টি সামরিক ঘাঁটি বিজয়
পরবর্তী নিবন্ধ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে ১০ লাখ টাকার মাছ লুট করল বিএনপি নেতা