মাদারীপুরে বাথরুম থেকে নবজাতক উদ্ধার

0
46

মাদারীপুরে একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুমের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। গুরুতর অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে ২৫০ শয্যা জেলা হাসপাতালে। তাৎক্ষণিক সবধরনের চিকিৎসার ব্যবস্থা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমের আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

গত ২ ডিসেম্বর বিকালে মাদারীপুর শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম বাথরুম পরিষ্কার করতে যায়। এ সময় বাথরুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পায়। পরে ক্লিনিক কর্তৃপক্ষকে খবর দিলে শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষনিক মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

নবজাতকের অবস্থা প্রথমে গুরুতর হলেও আস্তে আস্তে উন্নতি হচ্ছে বলে জানায় হাসপাতালের কর্তব্যরত নার্স। এদিকে পুলিশ বলছে, সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের কর্মী স্বর্ণালী খন্দকার জানায়, ‘ক্লিনিকের পরিচ্ছন্নতা কর্মী শিশুটিকে দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে তাৎক্ষণিক সেখান থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয় বাবু চৌধুরী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।’

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার জানায়, ‘নবজাতকের বয়স একদিন। জেলা হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা খারাপ ছিল। তাৎক্ষণিক সেবা দেওয়ায় উন্নতির দিকে যাচ্ছে।’


তথ্যসূত্র:
১। বাথরুম থেকে নবজাতক উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ
– https://tinyurl.com/2kjwe2je

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার ৫০০ কেভি জাতীয় বিদ্যুৎ লাইন প্রকল্পে ব্যাপক অগ্রগতি
পরবর্তী নিবন্ধকালিয়াকৈরে পোশাক কারখানায় একসাথে ৩ শতাধিক শ্রমিক অসুস্থ