আফগানিস্তানের লোগার প্রদেশে ৯৬ লক্ষ আফগানি ব্যয়ে সড়ক সংশ্লিষ্ট দু’টি প্রকল্প সফলভাবে সম্পন্ন

0
56

আফগানিস্তানের লোগার প্রদেশে ৯৬ লক্ষ আফগানি ব্যয়ে সড়ক সংশ্লিষ্ট দু’টি প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্পগুলো হল লোগার-গারদেজ মহাসড়কে ধাতব রেলিং ও ট্র্যাফিক সাইন স্থাপন, এতে ব্যয় হয়েছে ৭৫ লক্ষ আফগানি। এছাড়া প্রদেশের আলতামুর অঞ্চলে একটি সংযোগ সড়কে ১৫০ মিটার কংক্রিটের কাজ সম্পন্ন হয়েছে, এতে ব্যয় হয়েছে ২১ লক্ষ আফগানি।

মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে ৩ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

স্থাপনাসমূহ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন লোগার প্রদেশের উপগভর্নর মৌলভী মুহাম্মদ আনোয়ার দীন পারওয়ার হাফিযাহুল্লাহ, গণপূর্ত বিভাগের প্রাদেশিক প্রধান মৌলভী জান্নাত গুল সিরাজ হাফিযাহুল্লাহ এবং স্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা।

প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্দেশ্য ছিল সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহনের সুরক্ষা নিশ্চিতকরণ এবং ভারী যানবাহন দ্বারা সড়কের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2aj2dfc9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউজবেকিস্তান ও মধ্য এশিয়ায় আফগানিস্তানের ফল রপ্তানি শুরু
পরবর্তী নিবন্ধ৪টি মিসাইল লঞ্চার মেরামতের মাধ্যমে সক্রিয় করেছে ইমারাতে ইসলামিয়ার আল-বদর সামরিক কোর