
সুষ্ঠু পানি ব্যবস্থাপনার লক্ষ্যে ইমারাতে ইসলামিয়ার ঘোর প্রদেশের রাজধানী পিলাউই সুরখ এর ফিরুজকুহ গ্রামে নির্মিত একটি চেকড্যাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেটের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি ৩,৬০৬,১০০ আফগানি ব্যয়ে সম্পন্ন হয়েছে। চেকড্যামটির পানি ধারণক্ষমতা ৪,৪৮০ ঘনমিটার।
৪ ডিসেম্বর, বৃহস্পতিবার চেকবাঁধ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ইমারতে ইসলামিয়ার সংশ্লিষ্ট প্রাদেশিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, স্থানীয় বাসিন্দাগণ উপস্থিত ছিলেন।
প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার ফলে এ প্রকল্পটি থেকে প্রায় ৭০০ পরিবার সরাসরি উপকৃত হবেন। এছাড়া, সংশ্লিষ্ট এলাকার বন্যার পানি নিয়ন্ত্রণ, ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি এবং পানির টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. یک چکدم در ولایت غور به بهره برداری سپرده شد.
– https://tinyurl.com/bdffvrkp


