ফেনী কলেজে হিজাব নিয়ে কটুক্তিকারী হিন্দু শিক্ষকের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

0
25

ফেনী সরকারি কলেজের এক নারী শিক্ষার্থীকে হিজাব নিয়ে হেনস্তা, পর্দা সম্পর্কে কটূক্তি, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার শীলের বিচার প্রক্রিয়া নিয়ে টালবাহানা ও তাকে বাঁচানোর অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষ অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, একজন শিক্ষকের কাছ থেকে নৈতিকতা, শিষ্টাচার ও সম্মান পাওয়ার কথা। কিন্তু বিপ্লব কুমার শীল বারবার তা লঙ্ঘন করেছে। নারী শিক্ষার্থীদের উদ্দেশে কটূক্তি, পর্দা নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য এবং দায়িত্বে অবহেলার মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে।

তারা আরও বলেন, তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করে অভিযুক্ত শিক্ষককে রক্ষার চেষ্টা চলছে, যা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ অস্থির করে তুলছে এবং ভুক্তভোগীদের মধ্যে আরও শঙ্কা বাড়িয়ে দিচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষককে সম্মান করি, কিন্তু যিনি শিক্ষার্থীদের সম্মান দেন না, তার কোনোভাবেই শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা উচিত নয়। আরেক শিক্ষার্থী বলেন, বিচার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত বিপ্লব কুমার শীলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে ফেনী সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার শীলের বিরুদ্ধে মুসলিম শিক্ষার্থীদের হিজাব নিয়ে কটূক্তি, শিক্ষার্থীদের প্রতি অশালীন ভাষা ব্যবহার এবং নারী শিক্ষার্থীদের সম্পর্কে অনুপযুক্ত মন্তব্যসহ একাধিক অসদাচরণের অভিযোগ উত্থাপন করেছেন শিক্ষার্থীরা। এসব অভিযোগের পর থেকেই তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।


তথ্যসূত্র:
১। ছাত্রী হেনস্তা ও হিজাব নিয়ে কটুক্তি, ফেনী কলেজে বিপ্লব শীলের শাস্তির দাবি
– https://tinyurl.com/5n6rz7bv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীতে বিআরটিসির ২টি বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার আল-ফাতহ সামরিক কোরে ৬ মাসে ১২৪৪টি সামরিক যান ও ৫২টি অস্ত্র সংস্কার