
৪ ডিসেম্বর, বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ ‘সাইনবোর্ড ও বিজ্ঞাপন সংস্কার কমিশন’ রাজধানী কাবুলের চতুর্থ জেলায় ব্যাপক সংস্কার অভিযান পরিচালনা করেছে। হাজি ইয়াকুব মোড় থেকে ইমার্জেন্সি হাসপাতাল পর্যন্ত এলাকায় এই অভিযান চালানো হয়।
দিনব্যাপী এই কর্মসূচির শুরুতে কাবুল পৌরসভার সাংস্কৃতিক বিষয়ক প্রধান, ক্বারী ওয়ালী গুল জাওয়াদ, কমিশনের সদস্যদের সঙ্গে স্থানীয় গণমাধ্যম ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাইনবোর্ড সংস্কার বিধিমালা ও এলাকার গুরুত্ব সম্পর্কে অবহিত করেন।
এরপর কমিশনের সদস্যরা স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের নতুন নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত জানান এবং মানহীন ও বিদেশি শব্দের পরিবর্তে পশতু ও দারি ভাষায় বিকল্প শব্দ প্রস্তাব করেন। অনেক দোকানে তাৎক্ষণিক সংশোধনের পরামর্শও দেওয়া হয়।
স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাতীয় ভাষার উন্নয়ন ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একদিনের এই অভিযানে ১২০টিরও বেশি সাইনবোর্ড ও বিজ্ঞাপন সামগ্রী পরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে।
তথ্যসূত্র:
1. The Commission for the Reform of Signboards and Advertising Inspections Conducted Oversight in Kabul’s Fourth District
– https://tinyurl.com/y6y2st3d


