কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নানগারহারে ১০০ দরিদ্র মানুষকে সহায়তা প্রদান

0
5

ইমারাতে ইসলামিয়ার নানগারহার প্রদেশের কোট জেলায় স্থানীয়ভাবে কর্মসংস্থান বৃদ্ধি ও দরিদ্র জনগোষ্ঠীকে স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে ১০০ জন অসহায় ও অভাবী ব্যক্তিকে ছোট ব্যবসার সুযোগ করে দেওয়া হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রকল্পের মাধ্যমে নানগারহার প্রদেশের কোট জেলার ১০০ জন দরিদ্র ও অভাবী নাগরিকের মাঝে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

এ প্রকল্পের আওতায় পোল্ট্রি ফার্মিং, কাঠমিস্ত্রি, সৌন্দর্যবর্ধন, মোবাইল ফোন মেরামত, সেলাই, সাইকেল মেরামত, পোলিও টিকা, মোটরসাইকেল এবং জেনারেটর মেরামতের মতো ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য জন প্রতি ২১,১৪০ আফগানি মূল্যের সরঞ্জাম প্রদান করা হয়েছে।

এই উপলক্ষে আয়োজিত সভায়, নানগারহার প্রদেশের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্থানীয় সহায়তা প্রদানকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক মানবিক সংস্থা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর প্রতি এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে দেশে বেকারত্বের হার কমে আসে এবং দরিদ্র জনগোষ্ঠী স্বনির্ভর হতে পারে।


তথ্যসূত্র:
1. ننګرهار کې ۱۰۰ تنه بېوزلو کسانو ته د کوچنیو کاروبارونو زمینه برابره شوه
– https://tinyurl.com/34bw8c6v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ১ম সপ্তাহ, ডিসেম্বর ২০২৫ ||
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের কাবুল-গজনি মহাসড়কের ২য় লেনে ২৪.৫ কিলোমিটার অংশে নির্মাণ কাজ চলমান