
চলতি বছরের শুরু থেকে আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশে নতুন ৪টি সড়ক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। প্রকল্পসমূহের মধ্যে রয়েছে প্রদেশে পাটো জেলায় ৩ কিলোমিটার সড়কের পিচঢালাই, শাহরিস্তান জেলায় ২০ কিলোমিটার সড়কের পিচঢালাই, দাইকুন্দি কেন্দ্রে ২২৩ মিটার সড়ক সংস্কার এবং দাইকুন্দি-কান্দাহার মহাসড়কে ১৮.৯ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ।
এই প্রকল্পসমূহে ৫ কোটি ৩০ লক্ষ আফগানি ব্যয় হয়েছে। ইমারাতে ইসলামিয়া সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট হতে এতে অর্থায়ন করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের দাইকুন্দি প্রদেশের প্রধান মৌলভী ইকরামুল্লাহ আবদুল রাফি হাফিযাহুল্লাহ তথ্যসমূহ প্রদান করেছেন।
প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্দেশ্য হল সড়কের মানোন্নয়ন ও পরিবহন সহজতর করা।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/kkpz8czt


