দেশের প্রতিরক্ষার প্রয়োজনে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা অর্জন করা জরুরী: জাবিহুল্লাহ মুজাহিদ

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেছেন, শুধু অস্ত্র ও রকেট দিয়ে দেশের প্রতিরক্ষা আর সম্ভব নয়; এখন প্রয়োজন আধুনিক শিক্ষা, প্রযুক্তি ও সমসাময়িক দক্ষতার। পাকতিয়ার জুরমাট জেলার মাদরাসাগুলোর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মুজাহিদ হাফিযাহুল্লাহ জানান, আধুনিক শিক্ষার প্রতি সমর্থন থাকা সত্ত্বেও বর্তমানে আফগানিস্তানে প্রায় ২৬ হাজার মাদরাসা রয়েছে। এছাড়া জিহাদি মাদরাসাগুলোতে প্রায় ৩৬ হাজার ছাত্র রয়েছে।

তিনি বলেন, “দুনিয়ার কথা বলা মানে ধর্মবিরোধী হওয়া নয়। আমরা সারা বিশ্বের জন্যই ধর্মীয় শিক্ষা চাই যেন আরো মাদরাসা নির্মাণ সম্ভব হয়। আমরা চাই এই ব্যবস্থাটি এমনভাবে শক্তিশালী হোক যে কোনো শত্রু আমাদের দিকে বাঁকা চোখে তাকাতে সাহস না পায়।”

তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনসম্পদ রক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের সমস্যার সমাধান করা ইমারাতে ইসলামিয়ার মূল লক্ষ্য।

অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গে মুজাহিদ বলেন, “আফগানিস্তানের বার্ষিক রপ্তানি এখন দুই বিলিয়ন ডলারেরও বেশি। পাকিস্তান প্রায় দুই মাস ধরে বাণিজ্যিক পথ বন্ধ রাখলেও দেশের বাজারে সব ধরনের প্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে। আফগানিস্তানের অর্থনীতি এগিয়ে চলেছে, মুদ্রার মান স্থিতিশীল রয়েছে। বিশ্বব্যাংক জানিয়েছে, আফগানি মুদ্রা বিশ্বের চতুর্থ স্থিতিশীল মুদ্রা—এটি আমাদের জন্য বড় অর্জন।”

তিনি আরও বলেন, গত নয় মাসে দেশে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, যা নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রমাণ।


তথ্যসূত্র:
1. Zabihullah Mujahid Stresses Need for Modern Education in Afghanistan
– https://tinyurl.com/yuzkhp32

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচলতি বছরে আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশে নতুন ৪টি সড়ক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন