আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বন্ধে প্রতিদিন ৪ মিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের

0
27

পাকিস্তানের রপ্তানিকারকদের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সব বাণিজ্যিক ক্রসিং প্রায় দুই মাস ধরে বন্ধ থাকায় প্রতিদিন ৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।

সারহাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)-এর সভাপতি ফুয়াদ ইসহাক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সীমান্ত বন্ধ থাকলে আফগানিস্তান ও মধ্য এশিয়ার বাজার আমাদের হাতছাড়া হয়ে যাবে। এ অবস্থা চলতে থাকলে দ্বিপাক্ষিক বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। এ অবস্থায় শোক প্রকাশ করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই।

এদিকে, ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানান, পাকিস্তান দৃঢ় নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত দুই দেশের বাণিজ্য ও ট্রানজিট রুট পুনরায় খোলা হবে না। ইসলামাবাদকে এ নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে এসব করিডোরকে আর রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সীমান্ত রুটগুলো বন্ধ করে দিয়েছে, যার ফলে ডুরান্ড লাইনের দুই পাশের জনগণই গুরুতর ক্ষতির মুখে পড়েছে।


তথ্যসূত্র:
1. The Pakistani newspaper Dawn, citing exporters, industrialists, and traders, reports that they are losing more than $4 million per day
– https://tinyurl.com/28me84p9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের খোস্ত শহরে নিম্নমানের খাদ্য তৈরিকারী ৯টি কারখানা বন্ধ
পরবর্তী নিবন্ধআফগান ভূমিতে আবারও পাকিস্তানের আক্রমণ, বাধ্য হয়ে ইমারাতে ইসলামিয়ার পাল্টা আক্রমণ