স্কুল–মাদ্রাসা বিভাজন ‘দখলদারদের ষড়যন্ত্র’: আফগান সীমান্তমন্ত্রী

0
79

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রী মাওলানা নূরুল্লাহ নুরি হাফিযাহুল্লাহ বলেছেন, পশ্চিমা দেশগুলো আফগানদের বিভক্ত করার জন্য স্কুল ও মাদ্রাসাকে আলাদা পরিচয়ে উপস্থাপন করছে, তবে তাদের এই ষড়যন্ত্র কখনোই সফল হবে না।

৬ ডিসেম্বর, শুক্রবার ইমারাতে ইসলামিয়ার রাজধানী কাবুলে ৭০০-র বেশি ছাত্রের একটি দাওরায়ে হাদিস সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “স্কুল ও মাদ্রাসাকে আলাদা ভাবা পশ্চিমা চিন্তা এবং দখলদারদের ষড়যন্ত্র। এটা আল্লাহর দ্বীন ও আফগানিস্তানের শত্রুদের একটি নোংরা চক্রান্ত।”

মন্ত্রী আরও জানান, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ধর্মীয় শিক্ষা ও আধুনিক বিজ্ঞান—উভয়কেই গুরুত্ব দেয় এবং এ দুই ধারার সমন্বয় ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। তিনি বলেন, বর্তমানে জিহাদ ও মাতৃভূমির প্রতিরক্ষা ব্যবস্থাও প্রযুক্তির ওপর ভিত্তি করেই পরিচালিত হয়, তাই এ বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপ-মন্ত্রী মোহাম্মদ আলী জান আহমদ বলেন, ধর্মীয় দায়িত্ব পালনের ক্ষেত্রেও আধুনিক বিজ্ঞান শেখা আবশ্যক। শত্রুদের মোকাবিলা করার জন্য ধর্মীয় ও আধুনিক শিক্ষা উভয়ই জরুরি।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত বিশ বছরে আফগানিস্তানে পশ্চিমা সংস্কৃতি ছড়ানোর ব্যাপক প্রচেষ্টা চালানো হয়েছিল।


তথ্যসূত্র:
1. Minister of borders calls school–madrassa separation ‘occupiers’ conspiracy’
– https://tinyurl.com/mr3837xn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের গজনি প্রদেশে অপহরণকারীদের হাত থেকে ৩ বছরের শিশু উদ্ধার
পরবর্তী নিবন্ধলোগার প্রদেশে ৬৫ জোড়া যুবক-যুবতীর যৌথ বিবাহ অনুষ্ঠিত