
ইমারাতে ইসলামিয়ার লোগার প্রদেশে একটি দাতব্য সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৬৫ জোড়া যুবক-যুবতীর যৌথ বিবাহ সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল যুব সমাজের ওপর চেপে বসা অর্থনৈতিক চাপ কমানো, অতিরিক্ত মোহরানা প্রথার বিলুপ্তি এবং সহজ ও শরিয়াহসম্মত বিয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তারা বলেন, বিবাহকে সহজভাবে আয়োজন করা উচিত এবং ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় রীতিনীতি পরিহার করা জরুরি। অনুষ্ঠানের আয়োজকরা সাধারণ মানুষকে অনুরোধ করেছেন, নিজেদের বিবাহে অযথা খরচ ও বিলাসিতার প্রতি মনোযোগ না দেওয়ার মাধ্যমে যুবকদের অর্থনৈতিক চাপ এবং অবৈধ সম্পর্ক থেকে রক্ষা করতে।
সংস্থার পক্ষ থেকে প্রতি জোড়া নবদম্পতিকে ২২০ ধরনের গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রীও প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
দারিদ্র্য, বেকারত্ব এবং ব্যয়বহুল বিবাহের কারণে যৌথ বিবাহের এই ধরনের আয়োজন দেশজুড়ে ব্যাপক সমাদৃত হচ্ছে। কাবুলসহ প্রায় সব প্রদেশেই এখন ব্যবসায়ী, দাতব্য সংস্থা ও স্থানীয় নেতারা এ ধরনের আয়োজন করছেন।
তথ্যসূত্র:
1. مراسم ازدواج دستهجمعی ۶۵ زوج جوان توسط یک بنیاد خیریه و کمکرسان در ولایت لوگر برگزار شد.
– https://tinyurl.com/2krvbcyu


