বালখ প্রদেশে ৬০ লাখ ডলার ব্যয়ে নির্মিত বস্তা ও সুতা কারখানা উদ্বোধন

0
37

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে ৬০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত একটি প্লাস্টিক বস্তা (পলিপ্রোপিলিন ব্যাগ) ও সুতা তৈরির কারখানা উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালখ প্রদেশের গভর্নর আলহাজ মোল্লা মোহাম্মদ ইউসুফ ওয়াফা, শিল্প ও বাণিজ্য বিভাগের প্রধান কারী আমির মোহাম্মদ মুত্তাকী, শিল্প ও খনি বিভাগের প্রধান ইমামুদ্দিন সানায়ীজাদা, প্রদেশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আরও অনেক ব্যবসায়ী ও শিল্পপতি।

কারখানার ব্যবস্থাপক মোহাম্মদ আসিম আনসারি জানান, আগের কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ৭ টন। নতুন এ কারখানায় ২৪ ঘণ্টায় ২০ টন পর্যন্ত উৎপাদন করা সম্ভব, অর্থাৎ উৎপাদন ক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

বলখের গভর্নর আলহাজ মোল্লা মোহাম্মদ ইউসুফ ওয়াফা বলেন, “উৎপাদন খাতের শক্তিশালীকরণ প্রদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি নতুন কারখানা চালু হলে কয়েক ডজন মানুষের কর্মসংস্থান হয় এবং প্রদেশের অর্থনীতিতে গতি আসে।” তিনি বিশেষভাবে প্রবাসী আফগান ব্যবসায়ীদের নিজ দেশে বিনিয়োগের আহ্বান জানান এবং আশ্বাস দেন যে, সরকার বেসরকারি খাতের পাশে আছে ও বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

ব্যবসায়ী কামাল নবীজাদা বলেন, নতুন কারখানাগুলো অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং আমদানির পরিবর্তে স্থানীয় উৎপাদন বৃদ্ধি পাবে।

ইমারাতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে একাধিক উৎপাদনমুখী কারখানা চালু করেছে। এটি সেই ধারাবাহিকতারই অংশ। এ ধরনের উদ্যোগ আফগানিস্তানে স্থানীয় উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আমদানি নির্ভরতা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


তথ্যসূত্র:
1. بلخ کې د شپږ میلیونو ډالرو په لګښت د پلاستیکي بوجیو او تارونو نوې فابریکه پرانیستل سوه۱/۱۱
– https://tinyurl.com/y3nn5s5r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে দোহা ফোরামে প্রথমবার অংশ নিচ্ছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধমালিতে জেএনআইএম এবং জান্তার মধ্যে যুদ্ধবিরতির অবসান: শতাধিক জ্বালানি ট্যাঙ্কার ধ্বংস