
গাজীপুরের কালিয়াকৈর জেলা বিএনপি এক নেতা সমর্থকদের সাথে অন্য নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় একাধিক অফিস ভাঙচুর ও ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
গত ৭ ডিসেম্বর বিকেলে উপজেলার রাখালিয়া চালা, মৌচাক ও পৌর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ (কালিয়াকৈর ও মহানগরীর একাংশ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিল ইশরাক আহমেদ সিদ্দিকী, কাজী ছাইয়েদুল আলম বাবুল, হুমায়ুন কবির খান, কালিয়াকৈরের সাবেক মেয়র মো. মজিবুর রহমান। গত ৪ ডিসেম্বর বিএনপি মো. মজিবুর রহমানকে মনোনয়ন দেয়। এতে ক্ষুব্ধ হয় বিএনপির অন্য মনোনয়ন প্রত্যাশীরা।
গত ৭ ডিসেম্বর বিকেলে তৃণমূল বিএনপির ব্যানারে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা প্রতিবাদ মিছিলের ঘোষণা দেয়। বেলা সাড়ে ৩টার দিকে তারা মৌচাক ইউনিয়নের আম বাগান ও কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হলে মুজিবুর রহমানের সমর্থকরা পৌর বিএনপি নেতা সাইজুদ্দিনের নেতৃত্বে মোটরসাইকল যোগে এসে লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি দলীয় কার্যালয় ভাঙচুর ও ৮টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শামিম জানায়, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।
তথ্যসূত্র:
১। গাজীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ
– https://tinyurl.com/yhvspaxh


