
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের খাদ্য ও ঔষধ বিষয়ক উপমন্ত্রী মৌলভী হামদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহ দেশের প্রধান ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এ বৈঠকে সরকারী সহায়তার মাধ্যমে দেশীয় উৎপাদনকে আরও শক্তিশালী করণ এবং স্থানীয় ঔষধ শিল্পের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত দেশীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, তাদের শিল্পকারখানাগুলো ইতোমধ্যেই আন্তর্জাতিক মান নিশ্চিত করে আধুনিক ও মানসম্মত উৎপাদন পদ্ধতি অনুসরণ করছে। আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তিসম্পন্ন এই প্রতিষ্ঠানগুলো বর্তমানে ২১৭ প্রকার ঔষধ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে, যা বিদেশি আমদানির ওপর নির্ভরতা কমাতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখছে।
মৌলভী হামদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহ বলেন, দীর্ঘ সময় ধরে আমদানিনির্ভরতা দেশকে নানা ঝুঁকির মুখে ফেলেছে। দেশীয় উৎপাদন শক্তিশালী হলে প্রকৃত স্বনির্ভরতার ভিত্তি তৈরি হয়। স্থানীয় শিল্প উন্নত হলে দেশীয় মূলধন দেশের ভেতরেই থাকে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং জনগণ আরও মানসম্মত ও নিরাপদ ঔষধ ন্যায্য মূল্যে পায়।
বৈঠকে উপমন্ত্রীর কার্যালয় জানায় যে শিগগিরই আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় এমন সব ঔষধ যুক্ত করা হবে, যেগুলো দেশীয় শিল্পকারখানা পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করতে সক্ষম।
ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, সরকারের সহায়তা ছাড়া ঔষধ শিল্পের বিকাশ ত্বরান্বিত করা সম্ভব নয়। তারা উপমন্ত্রীর কার্যালয়ের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও উন্নতমানের পণ্য, সাশ্রয়ী মূল্য এবং স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, বর্তমানে আফগানিস্তানে নিবন্ধিত ঔষধ উৎপাদনকারী শিল্পকারখানার সংখ্যা ১১০-এরও বেশি। কারখানাগুলো সম্মিলিতভাবে ৬৫০টিরও অধিক বিভিন্ন প্রকার ঔষধ উৎপাদন করছে।
দেশের স্বাস্থ্য নিরাপত্তা, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং শিল্পোন্নয়নের লক্ষ্য সামনে রেখে ইমারাতে ইসলামিয়া দেশীয় ঔষধ উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ বৈঠক দেশীয় শিল্পের প্রতি সরকারের আস্থা আরও সুদৃঢ় করেছে এবং ঔষধ শিল্পকে দীর্ঘমেয়াদে টেকসই ও শক্তিশালী করার পথে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
তথ্যসূত্র:
1.Deputy Minister for Food and Drugs of the Ministry of Public Health, met with senior representatives of the country’s major domestic pharmaceutical manufacturers
– https://tinyurl.com/5n6tkvhx


