
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলসহ ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের গভার্নরের সঙ্গে মারজমেলেক বন্দরে একটি বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে টেকসই ও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সভায় উভয় পক্ষের বাণিজ্যিক যান চলাচলের জন্য একটি অস্থায়ী রুটও আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।
এই নতুন রুট চালু হওয়ায় আফগানিস্তান ও ইরানের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1.Nooruddin Azizi Meets Governor of Sistan and Baluchistan
– https://tinyurl.com/56zr7s5t


