
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমু দরিয়া অববাহিকার কাশকারি তেলক্ষেত্র থেকে উত্তোলিত ১৮ হাজার টন অপরিশোধিত তেল নিলাম প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যবসায়ীর নিকট বিক্রি করা হয়েছে।
খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই অপরিশোধিত তেল প্রায় ১ কোটি ৫ লাখ ডলারে বিক্রি করা হয়েছে। নিলামের মাধ্যমে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ জাতীয় কোষাগারে জমা হবে।
স্বচ্ছ নিলাম পদ্ধতির মাধ্যমে দেশীয় বাজারে তেল বিক্রির এ উদ্যোগ জ্বালানি খাতকে আরও শক্তিশালী করবে এবং জাতীয় আয়ে ইতিবাচক অবদান রাখবে।
তথ্যসূত্র:
1.Eighteen thousand tons of crude oil from the Qashqari site in the Amu Darya basin were sold
– https://tinyurl.com/3ar3x8wb


