৪৩৬ মিলিয়ন আফগানি ব্যয়ে চার পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন

0
7

সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। এরই ধারাবাহিকতায় চলতি সৌর বছরে কুন্দুজ, লাঘমান, পারওয়ান ও বামিয়ান প্রদেশের পৌরসভাগুলোতে মোট ৪৩৬.১৫৬ মিলিয়ন আফগানি ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারাতে ইসলামিয়া সরকার।

৮ ডিসেম্বর, সোমবার স্থানীয় প্রশাসনের সাধারণ অধিদপ্তরের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, কুন্দুজ পৌরসভায় ২০০ মিলিয়ন আফগানি ব্যয়ে ২৩টি প্রকল্প হাতে নিয়েছে ইমারাতে ইসলামিয়া। এর মধ্যে ১৩টি সম্পন্ন হয়েছে এবং ১০টি প্রকল্পের কাজ চলছে।

লাঘমান পৌরসভায় চলতি বছরে ১৩৫ মিলিয়ন আফগানি ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ৩টি প্রকল্প শেষ হয়েছে, ৪টি নির্মাণাধীন এবং আরও ৭টি প্রকল্পের জন্য ক্রয়প্রক্রিয়া চলছে।

এদিকে, পারওয়ান পৌরসভা ৪১ মিলিয়ন আফগানি ব্যয়ে ১৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। এর মধ্যে ১১টি সম্পন্ন এবং ৪টি চলমান রয়েছে।

এছাড়া, বামিয়ান পৌরসভা ৬০ মিলিয়ন আফগানি ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে ১২টিই সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে এবং ৩টি প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে।

এই প্রকল্পগুলোর মাধ্যমে স্থানীয় অবকাঠামো, রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও জনসেবামূলক স্থাপনার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এসব প্রকল্প চলাকালীন শত শত নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রকল্পগুলো সম্পূর্ণ হওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগ, কৃষি ও পানি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট খাতের দীর্ঘদিনের সমস্যাসমূহ দূর হয়েছে।


তথ্যসূত্র:
1.Urban Projects Worth Over 436 million Afghanis Implemented in Four Provinces
– https://tinyurl.com/2s4h8zmn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের জানবায মুজাহিদদের সামরিক প্রশিক্ষণের দৃশ্য- পর্ব-১
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের হেরাত প্রদেশ হতে কাচের তৈরি ৫০০টি ঐতিহ্যবাহী হস্তশিল্প রপ্তানি