
আফগানিস্তানের হেরাত প্রদেশ হতে কাচের তৈরি ৫০০টি হস্তশিল্প বিদেশে রপ্তানি করা হয়েছে। ঐতিহ্যবাহী এই শিল্পগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নকশা দিয়ে সজ্জিত। রপ্তানির উদ্দেশ্যে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে প্রেরণ করা হয়েছে।
ইমারাতে ইসলামিয়ার হেরাত গভর্নর দপ্তরের অফিসিয়াল এক্স পোস্টে গত ৮ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে। প্রেরিত চালানের রপ্তানি মূল্য প্রায় ৩ লক্ষ আফগানি।
হস্তশিল্পে হেরাত প্রদেশের শত শত বছরের ঐতিহ্য। উক্ত শিল্পের বিকাশে প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইমারাতে ইসলামিয়ার সরকারের স্থানীয় প্রশাসন।
গোলাম সখী নামে একজন অভিজ্ঞ ও প্রসিদ্ধ হস্তশিল্পী বলেন, হেরাতের ঐতিহ্যবাহী কাচ তৈরি হস্তশিল্প এখন বিশ্ব বাজারে গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে এবং এগুলোর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
উল্লেখ্য যে, এই প্রথম হেরাতের শৈল্পিক ও আলংকারিক কাচ তৈরি উপকরণগুলোর চালান সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/52xvjjs6


