আফগানিস্তানের হেরাত প্রদেশ হতে কাচের তৈরি ৫০০টি ঐতিহ্যবাহী হস্তশিল্প রপ্তানি

0
12

আফগানিস্তানের হেরাত প্রদেশ হতে কাচের তৈরি ৫০০টি হস্তশিল্প বিদেশে রপ্তানি করা হয়েছে। ঐতিহ্যবাহী এই শিল্পগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নকশা দিয়ে সজ্জিত। রপ্তানির উদ্দেশ্যে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে প্রেরণ করা হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার হেরাত গভর্নর দপ্তরের অফিসিয়াল এক্স পোস্টে গত ৮ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে। প্রেরিত চালানের রপ্তানি মূল্য প্রায় ৩ লক্ষ আফগানি।

হস্তশিল্পে হেরাত প্রদেশের শত শত বছরের ঐতিহ্য। উক্ত শিল্পের বিকাশে প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইমারাতে ইসলামিয়ার সরকারের স্থানীয় প্রশাসন।

গোলাম সখী নামে একজন অভিজ্ঞ ও প্রসিদ্ধ হস্তশিল্পী বলেন, হেরাতের ঐতিহ্যবাহী কাচ তৈরি হস্তশিল্প এখন বিশ্ব বাজারে গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে এবং এগুলোর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য যে, এই প্রথম হেরাতের শৈল্পিক ও আলংকারিক কাচ তৈরি উপকরণগুলোর চালান সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/52xvjjs6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৪৩৬ মিলিয়ন আফগানি ব্যয়ে চার পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার সামরিক ওয়ার্কশপে আরও ১৩৪৭টি যানবাহন ও ১৬১টি অস্ত্র সংস্কার