ইমারাতে ইসলামিয়ার সামরিক ওয়ার্কশপে আরও ১৩৪৭টি যানবাহন ও ১৬১টি অস্ত্র সংস্কার

0
16

১৩৪৭টি সামরিক যান ও ১৬১টি বিভিন্ন ধরণের অস্ত্রশস্ত্র মেরামতের মাধ্যমে সক্রিয় করেছেন ইমারাতে ইসলামিয়ার ২০১ তম খালিদ বিন ওয়ালিদ (রাযিয়াল্লাহু আনহু) কোরের প্রকৌশল সদস্যবৃন্দ। উক্ত কোরের সামরিক ওয়ার্কশপে এই মেরামত কার্যক্রম পরিচালিত হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল এক্স পোস্টে ৯ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

মেরামত কৃত যানবাহনসমূহের মধ্যে রয়েছে হামভি ট্যাঙ্ক, রেঞ্জার, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য সামরিক যান। এছাড়া মেরামতকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত ছিল ডিসি কামান, এম–১৬, এম–৪ রাইফেল, পিস্তল ও অ্যান্টি-এয়ারক্রাফটসহ অন্যান্য হালকা ও ভারী অস্ত্র।

এই ধরনের মেরামত কার্যক্রম ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতাকে বারবার সুস্পষ্ট করেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/59kvayem

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের হেরাত প্রদেশ হতে কাচের তৈরি ৫০০টি ঐতিহ্যবাহী হস্তশিল্প রপ্তানি
পরবর্তী নিবন্ধইনফোগ্রাফি || পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে নভেম্বর মাস জুড়ে জেএনআইএম এর ৯৭টি সফল অভিযান