
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের খনি থেকে উত্তোলিত ৫,৪৩৫ ক্যারেট পান্না মোট ১,৮৯,৯৯০ মার্কিন ডলারে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় বিক্রয় করেছে ইমারাতে ইসলামিয়ার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে ৯ ডিসেম্বর, মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। উক্ত নিলামে দেশি-বিদেশি বহু ব্যবসায়ী অংশ নেন।
আয়োজকদের মতে, নিলামে অংশ নেওয়া কয়েকজন বিদেশি ব্যবসায়ী পাঞ্জশিরে পান্না উত্তোলনের প্রক্রিয়া আধুনিকায়ন ও শিল্পায়নের বিষয়ে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের মতে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে পান্না আহরণ আরও নিরাপদ, টেকসই ও লাভজনক হবে।
উল্লেখ্য যে, আফগানিস্তানের অন্যান্য প্রদেশে যেমন কুন্দুজ, পাঞ্জশির এবং জাবুলেও মুল্যবান রত্ন পাথরের মজুদ রয়েছে এবং সেসব এলাকায়ও ইমারাতে ইসলামিয়ার তত্বাবধানে রত্ন পাথর বিক্রি করা হচ্ছে।
তথ্যসূত্র:
1.In a recent auction, 5,435 carats of emeralds extracted from the mines of Panjshir Province were sold for 189,990 U.S. dollars.
– https://tinyurl.com/3zck4x2e


