জালালাবাদের ঐতিহাসিক সাদা মসজিদের অসমাপ্ত নির্মাণকাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া

0
10

আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরে ঐতিহাসিক সাদা মসজিদ নির্মাণের অসমাপ্ত কাজ আবার শুরু করেছে ইমারাতে ইসলামিয়া সরকার। বহু ইতিহাস বহনকারী এ মসজিদটি শহরের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের এক গুরুত্বপূর্ণ নিদর্শন।

মসজিদটি মোট প্রায় ৭ একর জায়গাজুড়ে নির্মিত হচ্ছে। ২ তলা বিশিষ্ট মসজিদের ভবনটিতে ২৪টি গম্বুজ রয়েছে। এখানে একই সাথে প্রায় চৌদ্দ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

এই ঐতিহাসিক মসজিদটি প্রথমবার আমির আবদুর রহমান খান এর সময়ে নির্মিত হয়েছিল। ১৩৯২ হিজরি সনের (২০১৩ খ্রিস্টাব্দ) ভূমিকম্পে এটি ক্ষতিগ্রস্ত হয়। পূর্ববর্তী সরকারের সময়ে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ মসজিদের আদলে এটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু অর্থনৈতিক দুর্নীতির কারণে কাজ অসম্পূর্ণ রয়ে যায়।

এখন আবার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এই মসজিদটি জালালাবাদের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে বিবেচিত।


তথ্যসূত্র:
1. د #ننګرهار والي حاجي ملا محمد نعيم اخند په هڅو په #جلال_اباد ښار کې د #سپين_جومات پاتې چارې پيل شوې،
– https://tinyurl.com/mszp4hue

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশরীয়তপুরে কলেজ শিক্ষার্থীকে সড়ক থেকে টেনে নিয়ে বন বিভাগের ভেতরে গণধর্ষণ
পরবর্তী নিবন্ধসোমালিয়া || শাবাবের পৃথক অভিযানে ৩ ক্রুসেডার সহ ১৫ শত্রু সৈন্য হতাহত