কারাগারে বন্দিদের জন্য শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ চালু করেছে ইমারাতে ইসলামিয়া

0
24

আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি এখন ধর্মীয় এবং আধুনিক শিক্ষা কর্মসূচিও চালু করা হয়েছে। সম্প্রতি কয়েক ডজন বন্দি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স থেকে স্নাতক হয়েছেন।

বন্দিরা এই বৃত্তিমূলক এবং ধর্মীয় শিক্ষার সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আহমদ ঘানি নামের একজন বন্দি জানায়, “এখানে ইংরেজি ভাষা শেখানো হয়। পাশাপাশি কাঠমিস্ত্রি, কম্পিউটার, ক্রীড়া এবং আরও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।”

নিয়াজ মোহাম্মদ নামের এক বন্দি বলেছে, “এই সুযোগগুলো আমাদের কাজে লাগাতে হবে যাতে ভবিষ্যতে আর অপরাধ না করি এবং পরিবারের জন্য বৈধ উপার্জনের ব্যবস্থা করতে পারি।”

বন্দিদের মতে, বেকারত্ব অনেককে অপরাধের দিকে ঠেলে দেয়, তাই কারিগরি প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। যদি এই কারাগারে বন্দিদের সঠিকভাবে শিক্ষা দেওয়া হয়, তাহলে তারা আর অপরাধে ফিরে যাবে না। অনেক বন্দি এখানে কোনো দক্ষতা ছাড়াই এসেছিলেন, কিন্তু মুক্তির পর বিভিন্ন পেশায় কাজ শুরু করেছেন। তারা এ ধরনের আরও সুযোগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

পাকতিয়া কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি ধর্মীয় ও আধুনিক শিক্ষা কর্মসূচি আরও সম্প্রসারণের কাজ চলছে।

কারাগারের প্রধান আবদুল ঘানি আদেল বলেন, “মেটালওয়ার্ক, সেলাই, মোটরসাইকেল মেরামতের মতো বৃত্তিমূলক ক্ষেত্রে যোগ্য প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।”

বর্তমানে পাকতিয়ার কেন্দ্রীয় কারাগারে প্রায় ৫০০ বন্দি রয়েছেন। এই শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচিগুলো বন্দিদের পুনর্বাসন এবং সমাজে ফিরে আসার পর স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Education Programs for Paktia Prison Inmates Expanded
– https://tinyurl.com/4h592ctk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া || শাবাবের পৃথক অভিযানে ৩ ক্রুসেডার সহ ১৫ শত্রু সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধনয় মাসে ৩ কোটি ৩০ লাখ ডলারের জাফরান রপ্তানি করেছে ইমারাতে ইসলামিয়া