নয় মাসে ৩ কোটি ৩০ লাখ ডলারের জাফরান রপ্তানি করেছে ইমারাতে ইসলামিয়া

0
30

চলতি বছরের নয় মাসে বিশ্ববাজারে মোট ৩ কোটি ৩০ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার মূল্যের জাফরান রপ্তানি করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

হেরাতের চেম্বার অফ কমার্স এর কর্মকর্তারা জানিয়েছেন, এ সময়ে আফগানিস্তান থেকে মোট ২২ টন ১৩০ কেজি জাফরান বিদেশে রপ্তানি করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, রপ্তানি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, চলতি বছরে শুধুমাত্র হেরাত প্রদেশেই প্রায় ৪০ টন জাফরানের উৎপাদন আশা করা হচ্ছে। উৎপাদিত জাফরান বর্তমানে প্যাকেজিং ও রপ্তানির বিভিন্ন ধাপ অতিক্রম করছে।

সূত্র মতে, আফগানিস্তানের জাফরান ইউরোপ, আমেরিকা, উপসাগরীয় দেশসমূহ, পূর্ব ও দক্ষিণ এশিয়ার বাজারে রপ্তানি হয়। দেশটির মোট উৎপাদিত জাফরানের ৯৫ শতাংশ-ই হেরাত প্রদেশে উৎপাদিত হয়, যা আফগানিস্তানকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাফরান রপ্তানিকারক দেশে পরিণত করেছে।


তথ্যসূত্র:
1. ۵۶۱ تن منسوبین از قوماندانی تعلیمات مشترک محاربوی حضرت عبدالله بن مسعود(رض) فارغ گردیدند
– https://tinyurl.com/48d4s7fd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকারাগারে বন্দিদের জন্য শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ চালু করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধসরকার গঠন করলে আমি যা বলবো তাই আইন, তাই আল্লাহর হুকুম: বিএনপি নেতা