
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি নতুন পাবলিক সার্ভিস সেন্টার নির্মাণ করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন। জনসাধারণকে আরও উন্নত ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষ (এনএসআইএ)-এর প্রধান আব্দুল কাহির হাজি ইদ্রিস হাফিযাহুল্লাহ জানান, ৪৩৬ বর্গমিটার জমিতে নির্মিত নতুন কেন্দ্রটি নির্মানে খরচ হয়েছে ৫.৩ মিলিয়ন আফগানি। এখানে তথ্য প্রদান, নথি নিবন্ধন, রাজস্ব সংগ্রহ, ব্যাংকিং সেবা, নথি পর্যালোচনা কমিটি এবং ওয়েটিং রুমসহ একাধিক বিভাগ রয়েছে।
হাজি ইদ্রিস প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে বলেন, “আপনাদের নিখুঁত কাজ, জনগণের প্রতি সম্মান, দায়িত্বশীলতা এবং ভালো ব্যবহারের মাধ্যমেই এই দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যৎ আরও সুন্দর হবে।”
সেবা নিতে আসা নাগরিকরা নতুন কেন্দ্রের প্রশংসা করে বলেন, এটি মানুষের জন্য অনেক সুবিধা তৈরি করেছে। আগের সেবা কেন্দ্রে জায়গা খুব কম ছিল এবং আবেদনকারী ছিল অনেক। আমরা খুব খুশি যে এই সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। কাজগুলো এখন সহজ ও দ্রুত হয়েছে।
উল্লেখ্য, এই বড় পাবলিক সার্ভিস সেন্টারে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক হল রয়েছে। প্রতিটি হলে পৃথক তথ্য বিভাগ, দলিল কমিটি, রাজস্ব সংগ্রহ, ব্যাংকিং সেবা, নথি পর্যালোচনা কমিটি এবং ওয়েটিং রুম রয়েছে।
তথ্যসূত্র:
1.Public Service Center Opens in Kabul to Improve Services
– https://tinyurl.com/uav6ay27


