কেরানীগঞ্জে একটি টাওয়ারে আগুন

0
9

কেরানীগঞ্জের একটি ১২ তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৩ ডিসেম্বর (শনিবার) ভোরে এই আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানায়, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। ভবনের নিচতলায় আগুন লাগায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে ভবনে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


তথ্যসূত্র:
১। কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
– https://tinyurl.com/59axswv5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক ড্রোন হামলায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত সহ হতাহত অন্তত ১৫ বেসামরিক নাগরিক
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জের আদালতপাড়ায় ককটেল বিস্ফোরণ ঘটালো দুর্বৃত্তরা