
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ বলেছেন, যে সরকার জোর-জবরদস্তি ও ভয় দেখিয়ে জনগণকে শাসন করে, সেটি কখনোই ভালো সরকার হতে পারে না।
শুক্রবার আফগানিস্তানের খোস্ত প্রদেশের প্রধান মসজিদে জুমার নামাজের আগে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। হাক্কানি হাফিযাহুল্লাহ বলেন, “যে সরকার জনগণের সমর্থন ও বিশ্বাসের ভিত্তিতে ক্ষমতায় আসে, কিন্তু পরে জনগণকে ভয়-ভীতি দেখায়, সেটি আসলে কোন সরকারই নয়। জনগণকে তাদের সরকারকে ভালোবাসতে হবে এবং সরকারকেও জনগণের প্রতি সদয় ও দয়ালু হতে হবে।”
তিনি আরও বলেন, গত ৫০ বছরে আফগান জাতি স্বাধীনতার লড়াই এবং হক-বাতিলের সংগ্রামে সীমাহীন কষ্ট ভোগ করেছে। এসব সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছে সাধারণ আফগান জনগণ।
“আফগানরা যে পরিমাণ কষ্ট সহ্য করেছে, তার মূল কারণ তাদের সাহসী অবস্থান। তারা কখনো দাসত্ব মেনে নেয়নি”।
স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সরকারি কর্মকর্তাদের জনগণের সঙ্গে ন্যায়সঙ্গত ও সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানান।
তথ্যসূত্র:
1. Haqqani: A Government That Rules by Fear Is No Government at All
– https://tinyurl.com/m6r3ubs7


