
আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কথা জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি সৌর বছরের প্রথম আট মাসে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৬ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর একই সময়ে এই পরিমাণ ছিল মাত্র ১৭৪ মিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র এক বছরে বাণিজ্য বেড়েছে ১৯২ মিলিয়ন ডলার।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দজাদা আব্দুস সালাম জাওয়াদ হাফিযাহুল্লাহ জানান, রাশিয়ায় আফগানিস্তানের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কিশমিশ, খনিজ পদার্থ, এপ্রিকট (খুবানি), তুলা এবং স্টিম ব্রয়লার। অন্যদিকে রাশিয়া থেকে আফগানিস্তান আমদানি করছে প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, কাঠ, সূর্যমুখী তেল, কারখানার কাঁচামাল, গম এবং ডিজেল।
অর্থনীতিবিদদের মতে, কাবুল-মস্কোর মধ্যে ক্রমবর্ধমান এই বাণিজ্যিক সম্পর্ক ভবিষ্যতে জ্বালানি, কৃষি ও শিল্প খাতে যৌথ বিনিয়োগের পথ খুলে দিতে পারে, যা আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক বোর্ড সদস্য খানজান আলোকজাই বলেন, “আমরা রাশিয়া থেকে সবচেয়ে বেশি কাঠ আমদানি করি। তাই পরিবহন, লজিস্টিকস এবং ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা জরুরি। ব্যবসায়িক ভিসা বিশেষ গুরুত্বপূর্ণ। সঠিক উদ্যোগ নিলে এই বাণিজ্যের পরিমাণ ১ থেকে ২ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে।”
এদিকে অর্থনৈতিক বিশ্লেষক আবদুল নাসির রাশতিয়া বলেন,
“রাশিয়া এই অঞ্চলের একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তি। এমন দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা আফগানিস্তানের জন্য লাভজনক, কারণ রুশ বাজার আফগান রপ্তানির অন্যতম সম্ভাবনাময় গন্তব্য।”
উল্লেখ্য, রাশিয়া বিশ্বে খাদ্যশস্য, তেল-গ্যাস, ধাতু ও শিল্পের কাঁচামালের অন্যতম বৃহৎ উৎপাদক দেশ। এই বাজারে প্রবেশাধিকার আফগানিস্তানকে স্থিতিশীল ও সুলভ মূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহে সহায়তা করতে পারে।
তথ্যসূত্র:
1. Afghanistan-Russia Trade Reaches $366M, Up by Nearly 200M
– https://tinyurl.com/4dt784ez


