
আফগানিস্তানের বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে দা আফগানিস্তান ব্রেশনা শেরকতের (DABS) নেতৃত্বে কাবুল প্রদেশের সারোবি জেলায় ২২.৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নাঘলু সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ ইতোমধ্যে ৯৯ শতাংশ সম্পন্ন হয়েছে।
এই প্রকল্প চালু হলে দেশের বিদ্যুৎ সংকট অনেকাংশে কমিয়ে আনবে এবং শিল্প, বাণিজ্যিক ও আবাসিক খাতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেসরকারি বিনিয়োগে বাস্তবায়িত এই প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ ২০২৪ সালের শুরু হয়েছিল এবং বর্তমানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে।
নাঘলু সোলার প্রকল্পটি চালু হলে আফগানিস্তানের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, দা আফগানিস্তান ব্রেশনা শেরকত গত কয়েক মাসে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে দুটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। এর ফলে বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে শত শত মেগাওয়াট ক্ষমতার কয়েক ডজন সৌর ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
তথ্যসূত্র:
1. پروژه تولید برق خورشیدی نغلو در آستانه تکمیلشدن است
در پی تلاشهای رهبری د افغانستان برشنا شرکت برای دستیابی به خودکفایی
– https://tinyurl.com/5ep5uk4b


