
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রী মৌলভী নূর জালাল জালালি হাফিযাহুল্লাহ ঔষধের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিতে দেশের প্রধান ঔষধ ব্যবসায়ী, আমদানিকারক প্রতিষ্ঠান ও ফার্মেসি ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক করেন।
বৈঠকে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের খাদ্য ও ঔষধ বিষয়ক উপমন্ত্রী মৌলভী হামদুল্লাহ জাহিদসহ সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। আলোচনায় ঔষধের মূল্য নিয়ন্ত্রণ, মজুদদারি রোধ এবং বাজারে মানসম্মত ঔষধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেয়া হয় ।
মন্ত্রী বলেন, ন্যায্য মূল্যে উচ্চমানের ঔষধ সরবরাহ নিশ্চিত করা একটি যৌথ দায়িত্ব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ ভূমিকা যথাযথভাবে পালন করতে হবে। তিনি আরও জানান, আফগানিস্তানের ঔষধের বাজার এখন আর কোনো একক উৎসের ওপর নির্ভরশীল নয়। ঔষধ খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং মানসম্মত ঔষধ সরবরাহের বিকল্প পথ অনুসন্ধানে কাজ চলমান রয়েছে।
এদিকে ফার্মেসি ইউনিয়ন প্রতিনিধিরা বিদেশি কিছু মহলের পক্ষ থেকে ঔষধ সংকট বা বাজারে সমস্যার গুজব ছড়ানোর অভিযোগ প্রত্যাখ্যান করেন। তারা জানান, এসব দাবি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ। কর্মকর্তারা জানান, বর্তমানে বাজারে পর্যাপ্ত পরিমাণ ঔষধ মজুত রয়েছে।
বৈঠকে উপমন্ত্রী হামদুল্লাহ জাহিদ পরিদর্শন ও নজরদারি টিমগুলোর কার্যক্রম তুলে ধরে বলেন, সবার জন্যে সাশ্রয়ী মূল্যে মানসম্মত ঔষধ নিশ্চিত করতে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
তথ্যসূত্র:
1. Public Health Minister Meets Pharmaceutical Sector Representatives to Ensure Affordable and Quality Medicines
– https://tinyurl.com/mr3pxj46


