লাখো মানুষের অংশগ্রহণে শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন

0
171

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির নামাজে জানাজা শেষ হয়েছে। ২০ ডিসেম্বর (শনিবার) দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ।

অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, আলেম-উলামা, সর্বস্তরের তাওহিদী জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী হাদির জানাজায় অংশ নিয়েছেন।

শনিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ দলে দলে জানাজাস্থলে জড়ো হতে শুরু করেন। বেলা ১২টা বাজার আগেই পুরো মানিক মিয়া অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

হাদির জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশেপাশের সকল প্রবেশ পথে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদির পরিবারের বিশেষ ইচ্ছা ও দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।


তথ্যসূত্র:
https://www.dailyamardesh.com/national/amdcbjwhibnjq

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসালাং মহাসড়কের উত্তর গ্যালারি অংশের নির্মাণকাজ সম্পন্ন
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার নানগারহার প্রদেশে আধুনিক পানি সরবরাহ নেটওয়ার্কের কাজ সম্পন্ন