
আফগানিস্তানের বামিয়ান প্রদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা ও সবুজ এলাকা সম্প্রসারণের লক্ষ্যে একটি বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন “গ্রীন ফিউচার”-এর উদ্যোগে প্রদেশের সকল জেলায় বাদাম গাছ ও পর্বতীয় বনজ গাছ রোপণের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশবিদ ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বলে মনে করেছেন।
প্রদেশের পরিবেশ সংরক্ষণ বিভাগের প্রধান মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ বলেন, “আমরা এই উদ্যোগটি সকল জেলার গ্রামীণ এলাকায় সম্প্রসারিত করার প্রত্যাশা করছি। জনগণকেও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচিতে ব্যাপকভাবে অংশ নিতে হবে। বস্তুত, এটি আমাদের জন্য জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে লড়াইয়ের একটি সুযোগ।”
কর্মসূচির সমন্বয়কারী মোহাম্মদ নাসিম হোসেনজাদা জানান, “পর্বতীয় গাছের বীজ বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে সেগুলো প্রস্তুত করে কয়েকটি প্রদেশে বিতরণ করা হয়েছে। সৌভাগ্যক্রমে সেগুলো বামিয়ানেও আনা হয়েছে এবং প্রায় এক মাস ধরে আমরা এসব বীজ বিতরণ করছি।”
বামিয়ানের পরিবেশকর্মী আব্দুল ফাত্তাহ নিকান বলেন, “প্রাকৃতিক বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এটি একটি শক্তিশালী ও ফলপ্রসু অভিযান। এই প্রক্রিয়াটি অত্যন্ত উপকারী এবং মরু এলাকাকে সবুজ করার পাশাপাশি বন্যা প্রতিরোধেও সহায়তা করবে।”
বামিয়ানের বাসিন্দা মোহাম্মদ হায়দার বলেন, “আমি আজ এখানে বৃক্ষরোপণ অভিযানে অংশ নিতে এসেছি। এই গাছগুলো একবার বড় হয়ে গেলে পুরো এলাকার জন্য ব্যাপক কল্যাণ বয়ে আনবে।” স্থানীয় কর্মকর্তারা বলছেন, এসব এলাকার সবুজায়ন করা হলে তা জনগণের জন্য উল্লেখযোগ্য পরিবেশগত ও অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে। তারা স্থানীয় বাসিন্দাদের গুরুত্বসহকারে এসব গাছের সংরক্ষণ ও পরিচর্যা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
“গ্রীন ফিউচার” স্বেচ্ছাসেবী দল আরও উল্লেখ করে যে, বামিয়ানের পাশাপাশি তারা পার্শ্ববর্তী প্রদেশগুলোতেও লক্ষ লক্ষ গাছের বীজ রোপণ শুরু করেছে, যার উদ্দেশ্য বন পুনরুদ্ধার ও সবুজ স্থান সম্প্রসারণ করা।
বামিয়ান প্রদেশে চলমান এই বৃক্ষরোপণ অভিযান ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে জলবায়ু সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণে সরকারি-বেসরকারি সম্মিলিত প্রচেষ্টার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং ইমারাতে ইসলামিয়ার দূরদর্শী পরিকল্পনা কেবল বামিয়ানকেই নয়, বরং সমগ্র দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা যাচ্ছে।
তথ্যসূত্র:
1. Tree-Planting Campaign Launched in Bamyan to Combat Climate Change
– https://tinyurl.com/3vx3pbwz


