
ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর গ্রামে বাংলাভাষী এক মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। ২৪ ডিসেম্বর রাতে শ্রমিকরা কাজ থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে।
হত্যার শিকার এই নির্মাণ শ্রমিকের নাম জুয়েল রানা, বয়স ১৯ বছর। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চকবাহাদুরপুর গ্রামের বাসিন্দা। বাসিন্দা। তাকে অবৈধ বাংলাদেশী সন্দেহে মারাত্মকভাবে অত্যাচার করা হয়েছে বলে জানান নিহতের স্বজনেরা।
নিহতের এক সহকর্মী শ্রমিক জানান, হামলাকারীরা তাদের থেকে আধার কার্ড চেয়েছিল। বাংলাভাষী মুসলিম পরিচয় বুঝতে পেরে তারা ৩ শ্রমিককে মারধর শুরু করে। হামলাকারীরা তাদেরকে জয় শ্রী রাম বলতে বাধ্য করেছিল। পরবর্তীতে আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করে। বাকি ২ শ্রমিক এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bdf8nb5j


